দেশজুড়ে : নাশকতা মামলার পলাতক আসামি জাতীয়তাবাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামের বাসায় তল্লাশিতে গিয়ে পরিবারের সদস্যদের হেনস্তার শিকার হয়েছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় পরিবারের নারী সদস্যরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ উঠেছে।।
সোমবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা ও আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নাশকতা প্রতিরোধের জন্য আমরা দিনে এবং রাতে অত্যন্ত সতর্ক অবস্থায় আছি। এরই ধারাবাহিকতায় থানা এলাকায় নাশকতা করতে পারে এমন তথ্য পায় পুলিশ।
পরে নাশকতা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়কের বাসায় পুলিশ গেলে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করে তার পরিবার। এ বিষয়ে রাতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তীতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় আসাদুল, রায়হান ও মফিদুল জানান, বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আমরা ছাত্রদল নেতা সাদ্দামের বাসায় যেতে দেখি। পুলিশ তার বাসায় গেলে বাইরে থেকে আমরা কয়েকজন নারী ছেলের চিৎকার করে কথা বলতে শুনি। কিছু সময় পর পুলিশকে তার বাসা থেকে বের হয়ে আসতে দেখি।
নাশকতা মামলার তদন্ত অফিসার উপপরিদর্শক অসীম কুমার মোদক জানান, সোমবার বিকেল ৩টায় স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে জানতে পারি, ছাত্রদলের নেতা জোবায়েরের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন দ্বাদশ জাতীয় নির্বাচন বানচাল ও প্রতিহত করার জন্য লিফলেট বিতরণসহ রাতে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতা করতে পারে। এই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি জোবায়ের হোসেন সাদ্দামের বাসায় গেলে,
তার পরিবার আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ এবং পুলিশ বাহিনীকে নিয়ে আপত্তিকর কথা বলে। পরে সেখান থেকে চলে আসার সময় কোনো ধরনের নাশকতা ও সহিংসতা যাতে জোবায়ের হোসেন সাদ্দাম না করে এবং যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়, তাহলে তাদের ছেলের খবর আছে বলে পরিবারকে সতর্ক করি আসি।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামির পরিবারের লোকজন পুলিশের সঙ্গে অসদাচরণ করছে ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |