প্রচ্ছদ খেলাধুলা জানা গেল টাইগার ওপেনারের যুক্তরাষ্ট্রে যাওয়ার আসল কারণ

জানা গেল টাইগার ওপেনারের যুক্তরাষ্ট্রে যাওয়ার আসল কারণ

CHITTAGONG, BANGLADESH - MARCH 09: Bangladesh batsman Rony Talukdar hits out during the 1st T20 International between Bangladesh and England at Zahur Ahmed Chowdhury Stadium on March 09, 2023 in Chittagong, Bangladesh. (Photo by Gareth Copley/Getty Images)

খেলাধুলা: চলছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। এর মাঝে হঠাৎই আলোচনায় জাতীয় দলের ব্যাটার রনি তালুকদার। দুর্দান্ত ব্যাটিং কিংবা জাতীয় দলে পুনরায় ডাক পেয়ে আলোচনায় উঠে আসেননি তিনি।

বরং যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা দিয়েই গণমাধ্যমসহ ক্রিকেটপ্রেমীদের আলোচনায় এই ওপেনার। বাংলাদেশের মূল বিশ্বকাপ যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের পথে উড়াল দিলেন রনি, এই প্রশ্ন অনেকেরই।

রনি আচমকা এভাবে আলোচনায় আসার অন্যতম আরেকটি কারণ বাংলাদেশের টপ-অর্ডারের ব্যর্থতা। সৌম্য, লিটন, শান্ত-কেউই নিজেদের সেরা ফর্মে নেই। আর তাই বিশ্বকাপের আয়োজক দেশে রনির যাত্রা দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন তিনি। যদিও ব্যাপারটি তা নয়। দেশের একটি গণমাধ্যমকে রনি তালুকদার নিজেই জানিয়েছেন যুক্তরাষ্ট্র যাওয়ার কারণ। ডানহাতি এই ওপেনার জানান, একান্তই ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। সম্ভব হলে মাঠে উপস্থিত থেকে টাইগারদের সমর্থন দেয়ার ইচ্ছেও প্রকাশ করেন এ ক্রিকেটার।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।