রাজনৈতিক: জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের দলে ভিড়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যমে জাতীয় পার্টি গঠন করব। সারা দেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করব।
তিনি বলেন, আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ, আজ দেখা যাচ্ছে এখানে দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেয়ে স্ত্রী বড়।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে এসে এসব কথা বলেন সৈয়দ আবু হোসেন বাবলা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রওশন অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, ইয়াহিয়া চৌধুরীসহ বিভিন্নস্তরের নেতাকর্মী।
এর আগে জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের দলে যোগ দেন বাবলা। ইতিপূর্বে যারাই রওশন এরশাদের দিকে ধাবিত হয়েছেন তারা সবাই জিএম কাদেরের জাপা থেকে অব্যাহতিপ্রাপ্ত হলেও বাবলা স্বেচ্ছায় যোগ দিলেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |