প্রচ্ছদ আর্ন্তজাতিক দাম কমলো জ্বালানি তেলের

দাম কমলো জ্বালানি তেলের

জ্বালানি তেলের দাম গতকাল সোমবার বাড়ানোর পর বিশ্ববাজারে আজ মঙ্গলবার কিছুটা কমানো হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন এবং চীন সরকারের নীতিগত প্রণোদনার কারণে তেলের দামে এ পরিবর্তন আসে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববাজারে ব্রেন্টক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে ৭২ দশমিক ০১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, ডব্লিউটিআই ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে ৬৮ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। এর আগে গতকাল এই উভয় ধরনের তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। এএনজেড রিসার্চের এক নোটে বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা ও সিরিয়ায় সরকার পতনের কারণে তেলের মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে।

আসাদ সরকারের পতনের পাশাপাশি আরেকটি কারণে গতকাল তেলের মূল্যবৃদ্ধি ঘটে। সেটা হলো, চীন সরকার অর্থনীতিতে গতি আনতে মুদ্রানীতিতে আরও শিথিলতা আনবে, এমন ইঙ্গিত দিয়েছে। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ফলে চীনের মতো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হলে তেলের চাহিদা বাড়বে, সেই আশাবাদ থেকে তেলের দাম বেড়েছে। কিন্তু নভেম্বরে চীনের মূল্যস্ফীতির হার পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটি থিতিয়ে গেছে। আর চীনের আর্থিক প্রণোদনার কল্যাণে ভবিষ্যতে তেলের দাম বাড়বে।

বিশ্লেষকদের পূর্বাভাস, তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৫০ ডলার পর্যন্ত উঠবে। এ ছাড়া নভেম্বরে চীনে বাণিজ্যের পরিসংখ্যানের দিকেও তাকিয়ে আছে বিশ্ববাজার আজ তা প্রকাশিত হওয়ার কথা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের তেলের মজুতসংক্রান্ত আমেরিকান নভেম্বরে যুক্তরাষ্ট্রের তেলক্ষেত্রগুলোতে জনবল নিয়োগ বেড়ে গেছে। এর অর্থ হলো, ভবিষ্যতে আরও বেশি করে তেল উৎপাদিত হবে। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার এই জোট সিদ্ধান্ত নিয়েছে তেলের উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা করা হয়েছিল তা আরও তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ আগামী এপ্রিলের আগে তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ওপেক প্লাসের নেই।

সূত্র: রয়টার্স।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।