আন্তর্জাতিক: পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ নওয়াজ শরিফ। ১৯৮১ সালের পর থেকে প্রায় টানা ৪ দশক কখনো মুখ্যমন্ত্রী, কখনো মন্ত্রী আবার কখনো প্রধানমন্ত্রী ছিলেন। তবে ইমরান খান ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলা নিয়ে দেশ ছাড়তে হয় তাকে। সেই ঘটনার পালাবদল হয়েছে মাত্র কয়েক বছরেই। অনাস্থা ভোটে ইমরান খানতে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানের মসনদে বসেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। সেই ক্ষমতা বলে নির্বাচনের আগে লন্ডন থেকে দেশে ফেরেন রাজকীয় বেশে। তখনই ধারণা করা হচ্ছিল আবারও সক্রিয় হবেন রাজনীতিতে, বসতে পারেন প্রধানমন্ত্রী পদেও।
৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন তোড়জোড় চলছিল জোট গঠনের তখনই ঘোষণা করা হয় ছোট ভাই শাহবাজ শরিফের নাম। এর পরই প্রশ্ন উঠতে থাকে তাহলে নওয়াজ শরিফের ভূমিকা কী? নতুন সরকারে কোন পদে তাকে দেখা যাবে? অবশ্য এর উত্তর দিয়েছেন, নওয়াজের মেয়ে ও পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
বুধবার এক্সে একটি পোস্ট দিয়েছেন মরিয়ম। সেখানে তিনি লিখেছেন, আগামী পাঁচ বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে সরছেন না তার বাবা নওয়াজ শরিফ। পিএমএল-এনের নেতৃত্বে কেন্দ্র ও পাঞ্জাবে গঠিত হতে যাওয়া সরকারে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবেন তিনি। মরিয়ম আরও লিখেছেন, নওয়াজের নেতৃত্বে তিনটি প্রদেশের মানুষের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের দল।
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবচেয়ে বেশি আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাই নির্বাচনের ফলাফল ঘোষণার পরই জোট সরকার গঠনের তৎপরতা শুরু করে দলগুলো।
নির্বাচনের পাঁচ দিন পর গত মঙ্গলবার পিএমএল-এন, পিপিপিসহ সমমনা দলগুলো নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেয়। বলা হচ্ছে, সরকার গঠনের পর ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন শুরু হতে পারে। এটা সামনে রেখে জাতীয় পরিষদ সচিবালয় কার্যক্রম শুরু করে দিয়েছে।
পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট বাবা আফিস আলি জারদারিকে আবারও প্রেসিডেন্ট করার শর্তে প্রধানমন্ত্রীত্বের দাবি থেকে সরে আসেন পিপিপির বিলওয়াল ভুট্টো। এরপরই আলোচনা শুরু হয়- নওয়াজ- শাহবাজ দুই ভায়ের মধ্যে কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। অবশ্য শাহবাজের নাম ঘোষণা করতে খুব বেশি দেরি করেনি পিএমএল-এন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |