প্রচ্ছদ দেশজুড়ে নববধূর চিরকুট: আমি একটু সুখ চাই!

নববধূর চিরকুট: আমি একটু সুখ চাই!

দেশজুড়ে: বরিশালে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নগরীর পুরানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই নববধূর নাম সাদিয়া আক্তার (২০)। তিনি পুরানপাড়া এলাকার মাহফুজ আলমের মেয়ে। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট সাদিয়া।

জানা গেছে, গত ২৪ জানুয়ারি সদর উপজেলার রায়পাশা-কড়াপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা মুদি দোকানি মো. রুবেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তার। বিয়েতে মেয়েকে স্বর্ণালংকার এবং জামাইকে ফ্রিজ, গলার চেইন ও আংটি দেয়া হয়। এতে আট লাখ টাকা খরচ হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পরিবারের সবার অজান্তে বাবার বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। খবর পেয়ে লাশ উদ্ধারের পর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন সাদিয়া। সেখানে লিখেছেন, ‘আমি কী দোষ করেছিলাম, এমন একজন মানুষের জন্য নিজের জীবনটাই শেষ করে দিলাম। প্রত্যেক রাতে ডিভোর্স দেয়ার জন্য জ্বালায়। আমাকে বিয়ে দিয়েছিলে কেন। আমি তোমাদের কাছে বোঝা? টাকা চাইলে তো মন পাওয়া যায় না। টাকা দিয়ে কী ভালোবাসা পাওয়া যায়। আমি তোমাদের কষ্ট দিতে চাই না বাবা-মা। আমি একটু সুখ চাই।’

স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান বলেন, আট লাখ টাকা খরচ করে মেয়েটিকে বিয়ে দিয়েছিল পরিবার। পরবর্তীতে বিদেশ যাওয়ার জন্য তিন লাখ টাকা দাবি করে রুবেল। ওই টাকার জন্য মেয়ের বাবাকে রুবেলের বাড়িতে ডেকে নিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে বলেছিল। দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। রুবেলের নির্যাতনের কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় রুবেলের কঠোর বিচার হওয়া উচিত।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, দুই দিন আগে সাদিয়ার বাবাকে খবর দিয়ে নেয়া হয় রুবেলের বাড়িতে। এরপর মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দেয়া হয়। এমনকি ওই বাড়িতে আবার আসতে হলে তিন লাখ টাকা দাবি করে রুবেল। এ কারণে ক্ষোভে সাদিয়া আত্মহত্যার পথ বেছে নেয়। তার লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।