ফেনীর ছাগলনাইয়ায় নারী শিক্ষকের সঙ্গে ইভটিজিং করায় এক বখাটেকে উপজেলা চেয়ারম্যানের শাসন করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইারাল হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে চাঁদগাজী স্কুল এন্ড কলেজ শিক্ষক মিলনায়তনে বিষয়টি ঘটেছে।
কলেজ ও স্থানীয় সূত্র জানা যায়, প্রতি সপ্তাহে চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের গান, নাচ, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেখাতে এক নারী শিক্ষক চাঁদগাজী স্কুল এন্ড কলেজের পার্শ্বে অবস্থিত চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। শুক্রবার ওই নারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলে ওই বখাটে ইভটিজার নারী শিক্ষককে খারাপ কথা বলে। বিষয়টি স্কুল এন্ড কলেজের অনেক শিক্ষার্থী তা দেখেন। ওই ইভটিজারের বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের জানান।
মঙ্গলবার দুপুরে চাঁদগাজী স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা চেয়ানম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল গভার্নিং বডির সভা করতে কলেজে এলে শিক্ষকগণ বিষয়টি চেয়ারম্যানকে জানান। পরে তিনি ওই বখাটেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাজ আর না করে সেজন্য শাস্তি দেন।
চাঁদগাজী স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মাহি রাসেল বলেন, স্থানীয় এক বখাটে একজন নারী শিক্ষকের সঙ্গে ইভটিজিং করলে তা শিক্ষকগণ কলেজের গভার্নিং বডির চেয়ারম্যানকে জানালে তিনি ওই বখাটেকে ডেকে এসে জিজ্ঞাসাবাদ করে এবং শাস্তি দেন।
চাঁদগাজী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম বলেন, শুক্রবার কলেজের পার্শ্বে চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, নাচ, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করাতে আসা এক নারী শিক্ষককে স্থানীয় এক বখাটে ইভটিজার খারাপ কথা বলে। বিষয়টি শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা বিষয়টি কলেজের গভার্নিং বডির চেয়ারম্যানকে জানাই। উনি মঙ্গলবার কলেজের গভার্নিং বডির সভা শেষে ওই বখাটেকে ডেকে এসে জিজ্ঞাসাবাদ করে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাজ আর না করে সেজন্য শাস্তি প্রদান করেন।
এ ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা চেয়ানম্যান ও চাঁদগাজী স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, কলেজের গভার্নিং বডির সভা করতে গেলে শিক্ষকগণ জানান পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারী শিক্ষককে স্থানীয় এক বখাটে ইভটিজিং করে। গভার্নিং বডির সভা শেষে ওই বখাটেকে ডেকে জিজ্ঞাসাবাদ করি এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাজ আর না করে সেজন্য শাস্তি দেই।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |