প্রচ্ছদ জাতীয় নিপা ভাইরাসে প্রাণ গেল ছাত্রদল নেতার

নিপা ভাইরাসে প্রাণ গেল ছাত্রদল নেতার

রাজশাহীর বাঘায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ছাত্রদল নেতা আবু আফজালের (৪৫) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বুধবার রাত ৭টায় তার মৃত্যু হয়।

আবু আফজাল বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চকছাতারী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার বড় ভাই বাবুল ইসলাম।

জানা যায়, আবু আফজাল ১২ জানুয়ারি শ্বশুরবাড়ি দুড়দুড়িয়া গ্রামে যান। সেখানে তিনি খেজুরের কাঁচা রস খান। এ রস খাওয়ার পরের দিন অসুস্থতা অনুভাব করতে থাকেন। ১৪ জানুয়ারি তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন তার অবস্থা আরও খারাপ হলে বুধবার সকালে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আবু আফজালের বড় ভাই বাবুল ইসলাম বলেন, ১৩ দিন আগে আমার ছোট ভাই শ্বশুরবাড়িতে খেজুরের কাঁচা রস খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। এ ছাড়া তার ২০২০ সালে করোনা ও ২০২৩ সালে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিল।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।