প্রচ্ছদ দেশজুড়ে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় মুশতাক-তিশা

নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় মুশতাক-তিশা

নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় হাজির হয়েছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। আজ শনিবার রাত ৯টা ১০ মিনিটের সময় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় আসেন আলোচিত এই দম্পতি।

এ বিষয়ে খন্দকার মুশতাক আহমেদ বলেন, আমরা বইমেলায় কেন যাব না? ইচ্ছে করে পরিকল্পিতভাবে কেউ এমন উস্কানি দিচ্ছে। যেখানে সকলে আমাদের সঙ্গে সেলফি নিচ্ছে, তখন হঠাৎ করে একটা চক্র এমন করছে। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বইমেলায় যেতে নিরাপত্তা চাইতেই শাহবাগ থানায় জিডি করব।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে বইমেলায় নিজেদের প্রকাশিত দুটি বইয়ের প্রচারণা করতে প্রকাশনা প্রতিষ্ঠান মিজান পাবলিশার্সে আসেন। এক পর্যায়ে বইমেলায় থাকা কম বয়সী ছেলেদের ক্ষোভের মুখে পড়েন মুশতাক-তিশা দম্পতি। ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেন তারা। এ সময় আনসার সদস্যদের নিরাপত্তা নিয়ে বইমেলা ত্যাগ করেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।

এ বিষয়ে মুশতাক বলেন, গত ৭ তারিখে আমার বই মেলায় এসেছে। সেদিন গিয়েছিলাম আর গতকাল গিয়েছি। সেখানে সবকিছুই ভালো ছিল, মেলায় যখন ঢুকছিলাম তখনও খুবই আনন্দময় পরিবেশ ছিল। একেকটি পরিবারের সকলেই আমাদের সঙ্গে ছবি তুলছিল। কিন্তু মেলায় যখন আমি তিশা ছিলাম, মানুষজনের সঙ্গে সেলফি তুলছিলাম কিংবা অটোগ্রাফ দিচ্ছিলাম- তখন কিছু মানুষ শ্লোগান তুললো, বলছিল- মুশতাক ভাই, মুশতাক ভাই। ভাবলাম কোনো রাজনৈতিক মিছিল শুরু হলো নাকি। পরে তারা বাজে আচরণ করায় বের হয়ে আসি আমরা। আমাদের কেউ বিতাড়িত করেনি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।