প্রচ্ছদ দেশজুড়ে পবিত্র শবে বরাত নির্ধারিত হবে যেদিন

পবিত্র শবে বরাত নির্ধারিত হবে যেদিন

পবিত্র শবে বরাতের ১৫ দিন পর পবিত্র রমজান। তাই বলা যায় এই রমজানের বার্তা নিয়েই আসে শবে বরাত।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

আরবি ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ জানা যাবে চাঁদ দেখার মধ্যদিয়ে। এ জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি গঠন করা হয়েছে। যা আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বৈঠকে বসবে। এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামীকাল রোববার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবেবরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। এক্ষেত্রে ২৬ মার্চ দিনগত রাতে শবেবরাত পালিত হবে।

সাধারণ শবেবরাতের ১৫ দিন পর পবিত্র রমযান মাস শুরু হয়। সেটি নির্ধারণ হয় রমজান মাসের চাঁদ দেখার ওপর। যদি শাবান মাস ২৯ তারিখ হয় তবে রমজান শুরু হবে ১১ মার্চ থেকে আর শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে রমজান শুরু হবে ১২ মার্চ থেকে।

নিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

এসময় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।