খেলাধুলা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণ মাথায় নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করেছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে ৪০ ওভারের মধ্যে ১৫৬ রান করতে হবে শিবলি-আরিফুলদের।
শনিবার (৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৮৯ রানেই ছয় ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দ্য গ্রিন ম্যানরা।
শুরুতে শামাইল হুসাইনকে সঙ্গে নিয়ে ভালো শুরু করে শাহজাইদ খান। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ৩১ বলে ১৯ রান করে হুসাইন আউট হলে, ২৬ রান করে সাজঘরে ফেরেন শাহজাইদ খানও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আজান আওয়াইস।
৬ বলে ৬ রান করে বর্ষণের দ্বিতীয় শিকার হন এই পাক ব্যাটার। ২১ বলে ৯ রান করে রান আউটের ফাঁদে কাটা পড়েন পাক অধিনায়ক সাদ বাইগ। সেমিফাইনালে উঠতে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশে বোলিংয়ে সামনে দাঁড়াতে পারছিল না কেউই।
আহমেদ হাসান ২৫ বলে ১১ রান করে আউট ৯ বলে ৭ রান করে তার দেখানো পথে হাঁটেন হারোন আর্শাদ। এতে দলীয় ৮৯ রানের ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
এরপর পাকিস্তান শিবিরে হাল ধরেন আরাফাত মিনহাস ও আলি আসফান্ড। তবে ইনিংস বড় করতে পারেনি আসফান্ড। ২৯ বলে ১৯ রান আউট হন তিনি। আশার যাওয়ার মিছিলে যোগ দেন উবাইদ শাহ (১) ও মোহাম্মদ জিশান (৪)।
কিন্তু পিচের এক প্রান্ত আগলে রাখেন আরাফাত মিনহাস। শেষ দিকে ৪০ বলে ৩৪ রানে এই পাক ব্যাটার আউট হলে ৫৬ বলে হাতে থাকতেই ১৫৫ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে রোহানত উদৌল্লাহ বর্ষন ও পারভেজ জীবন চার করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন মাহফুজুর রহমান।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |