প্রচ্ছদ অন্যরকম পার্টি করতে গিয়ে ৩৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

পার্টি করতে গিয়ে ৩৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

অন্যরকম: নতুন বছর উদ্‌যাপনে ‘পার্টি’ করতে আগেভাগেই বন্ধুর বাসায় গিয়েছিলেন এক যুবক। কিন্তু কে জানত সেই উদ্‌যাপনই হয়ে উঠবে বিষাদময়! কারণ, পার্টির পর দুর্ঘটনাবশত বহুতল একটি ভবনের ৩৩ তলা থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ভারতের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিহত ওই যুবকের নাম দিব্যাংশু শর্মা (২৭)। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।

পুলিশ বলছে, দিব্যাংশু শর্মা উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। তার বাবা চমন শর্মা, একজন অবসরপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর কর্মচারী।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি কেআর পুরমের পশমিনা ওয়াটারফ্রন্ট অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে ঘটেছে, যেটি দিব্যাংশুর বন্ধু মনিকার। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, মনিকা, দিব্যাংশু এবং তাদের অন্য এক বন্ধু একটি পাবে গিয়েছিল। তারা রাত আড়াইটার দিকে বাড়িতে ফেরে। অন্য দুজন বেডরুমে ঘুমালেও, দিব্যাংশু বসার ঘরে ঘুমিয়েছিল।

সকাল ৭টার দিকে দিব্যাংশু ঘর পরিষ্কার করেন, অন্যরা তখনও ঘুমাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে সিগারেটের ছাই ফেলতে বা কিছু মুক্ত বাতাসের জন্য বারান্দায় গিয়েছিল। এসময় হয়তো সে ভারসাম্য হারিয়ে অ্যাপার্টমেন্ট থেকে পড়ে যায়।

পরে সেখানকার কিছু বাসিন্দা তাদের সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ‘সতর্কতা’র মেসেজ দেন। সেই মেসেজ দেখে মনিকা ও তার অন্য বন্ধু দিব্যাংশুকে খুঁজতে গিয়ে তার লাশ দেখতে পায়। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত চলছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।