লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার (১৮) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবদুর রহমান এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, পিনাকীসহ সাতজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার নিয়ে মিথ্যা ও কাল্পনিক ভিডিও সম্পাদনা করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়। আসামিরা নিজের পরিচয় গোপন রেখে শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এতে সবাইকে সামাজিকভাবে ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পিনাকী ছাড়াও এই মামলায় নাজমুল ইসলাম, শাহরিয়ার হুসেন শাকিব, শাকিল আহমদ, হাসার মিয়া, আবদুল হাদি ও রেজাউল করিমকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী টিপু রঞ্জন দাশ। তিনি গণমাধ্যমকে জানান, অভিযোগ দায়েরর পর বিচারক বিষয়টি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করেছেন ও মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |