প্রচ্ছদ আর্ন্তজাতিক পিস টিভি বাংলার সম্প্রচার নিয়ে যা বললেন ডা. জাকির নায়েক

পিস টিভি বাংলার সম্প্রচার নিয়ে যা বললেন ডা. জাকির নায়েক

বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া পিস টিভি বাংলার সম্প্রচার ফের চালু হতে পারে। সম্প্রতি টেলিভিশনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডা. জাকির নায়েকের ইউটিউবে দেয়া এক প্রশ্নের জবাবের এ বিষয়ে কথা বলেন তিনি।

সোমবার (১৯ আগস্ট) প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েককে ইউটিউবে এক দর্শক প্রশ্ন করেন, ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন?’ জবাবে তিনি বলেন, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। এর স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।

তিনি আরও বলেন, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ থাকায়, তা চালুর জন্য আবেদন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে খুব বেশি ‘ক্লোজ নয়’। সুতরাং তারা অনুমতি দিলে শিগগিরই এটি চালু করা যাবে। নতুন সরকারের ওপর আমার বিশ্বাস আছে। এটি আগামী দুই তিন সপ্তাহের মধ্যেও চালু হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে ডা. জাকির বলেন, আমার ফেসবুক পেইজের ছয় মিলিয়নের বেশি বাংলাদেশি রয়েছেন। আমি বাংলাদেশিদের ভালোবাসায় আপ্লুত। ইতোপূর্বে দুইবার ভিসা পেয়েও বাংলাদেশে যেতে পারিনি। তবে আগামীতে বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেয়া হয়। হোলি আর্টিসানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালিয়ে দেশটিতে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। ওই বছরই জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। পরে দেশ ছেড়ে তিনি মালয়েশিয়ায় চলে যান তিনি। তবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।