‘প্রজেক্ট আলফা’ নিয়ে ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রজেক্টের আপডেট তুলে ধরেন তিনি।
আজহারি তার পোস্টে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রজেক্ট আলফা নিয়ে আপনাদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমাদের উজ্জীবিত করেছে। স্বল্প সময়ে বিপুলসংখ্যক উদ্যমী মানুষ এই একাডেমিক প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে চেয়েছেন।
ব্যাপারটি বেশ আশাজাগানিয়া। বিশ্বের নানা প্রান্ত থেকে দু’আ ও পরামর্শের মাধ্যমে যারাই এ প্রজেক্টের সাথে কানেক্ট হয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।’
তিনি আরো বলেছেন, ‘আপনাদের রেসপন্সগুলো অলরেডি ফিল্টারিং করা শুরু হয়েছে।
পূর্বঘোষিত সময় অনুসারে গুগল ফর্ম থেকে রেসপন্স নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সকল স্কিল্ড প্রফেশনাল ও দাতাদের জন্য উন্মুক্ত থাকছে আমার ই-মেইল : EmailToAzhari@gmail.com। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই পরবর্তী আপডেট জানানো হবে।’
সূত্র : কালের কণ্ঠ
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |