হেড লাইন:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বোবা হয়ে আছি। আপনারা মুক্ত আছেন তো? মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ঘটেছে এই ঘটনা।
এর আগে এদিন সকালে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার শুনানি শেষে সবাইকে কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলা হয়। তখন প্রিজনভ্যানের ভেন্টিলেটর থেকে সাংবাদিকদের কাছে তিনি জানতে চান―আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই ভালো। এ সময় সাংবাদিকরা জবাবে বলেন, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? তখন জবাবে পলক বলেন, দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা।
প্রসঙ্গত, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমানোর জন্য ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংগঠনের অভিযোগে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এরপর গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ শাসনামলের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী গত ১৮ নভেম্বর সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
সূত্র: Channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |