দেশজুড়ে: পরিবারের সঙ্গে ঈদ করতে গত মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা থেকে বাড়ি এসেছিলেন মহিন মীনা (৪০)। কিন্তু পরিবারের সিঙ্গে আর ঈদ করা হলো না তার। জমিজমা ও মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইয় নজরুল মীনার হাতে নির্মমভাবে খুন হতে হলো তাকে। বুধবার (১০ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মহিন মীনা গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের মৃত বশার মিনার ছেলে। সে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন। ওসি মো. আনিচুর রহমান জানান, গতকাল মঙ্গলবার ঈদ করতে ঢাকা থেকে গ্রামের বাড়ি বড়ফা গ্রামে আসেন মহিন মীনা। আজ সকালে এজমালী পুকুরে মাছ ধরতে যান তিনি। এনিয়ে মহিন মীনার সঙ্গে তার চাচাতো ভাই নজরুল মীনার বাক-বিতন্ডা হয়।
এর জেরে নজরুল মীনা তার হাতে থাকা দা দিয়ে মহিন মীনার মাথা ও ঘাড়ে আঘাত করে ও অন্যান্যরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন মারাত্মক আহতাবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |