প্রচ্ছদ আর্ন্তজাতিক বাতাসের তোড়ে সেতুতে ধস, যেভাবে বাঁচল বাসভর্তি বরযাত্রী

বাতাসের তোড়ে সেতুতে ধস, যেভাবে বাঁচল বাসভর্তি বরযাত্রী

একটি নির্মাণাধীন সেতুর একটি অংশ ধসে পড়েছে। বাকী অংশ যেকোনো সময় ধসে পড়ার শঙ্কায় রয়েছে। গতকাল সোমবার (২২ এপ্রিল) রাতে ভারতের তেলেঙ্গানার পেদ্দাপাল্লি জেলায় এ ঘটনা ঘটে। প্রায় ১০০ ফুট দূরত্বের দুটি পিলারের উপর স্থাপিত পাঁচটি কংক্রিট গার্ডারের মধ্যে দুটি রাত পৌনে ১০টায় তীব্র বাতাসের তোড়ে ভেঙে পড়ে। বাকি তিনটি গার্ডারও যেকোন সময় ধসে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

মাত্র এক মিনিট আগে ধসে পড়া সেতুর নিচ দিয়ে পার হয় বরযাত্রী ভর্তি একটি বাস যেখানে কমপক্ষে ৬৫ যাত্রী ছিলেন। সৌভাগ্যক্রমে তারা কংক্রিটে পিষ্ট হওয়া থেকে রক্ষা পান। এমনটি জানিয়েছেন, সিরিকোন্ডা বাক্কা রাও, যিনি ঘটনাস্থল থেকে মাত্র ৬০০ মিটার দূরে ওদেদু গ্রামের নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি জানিয়েছেন, দুই মাস আগে ওই সেতুতে তার কাজের মেয়াদ শেষ হয়।

মানাইর নদীর ওপর নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির ভিত্তিপ্রস্তর ২০১৬ সালে তেলেঙ্গানা বিধানসভার কখনকার স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু উদ্বোধন করেন। এর বাজেট ছিল ৪৯ কোটি রুপি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।