নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের হামলায় একজন গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ করেছে স্থানীয় ছাত্রদল। ওই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজাপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসাইন বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুলাহ আল লিটন।
সমাবেশে বক্তারা বলেন, এখনো স্বৈরাচারী আওয়ামী লীগের আত্মারা ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। এই সমস্ত আওয়ামী লীগের ক্যাডাররা বিএনপির ছদ্মবেশ ধারণ করেছে। তারা হাইব্রিড বিএনপি। হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী রয়েছে। এ ছাড়াও সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে নাটোরের রাজাপুরে বিধবা ভাতার কার্ড নিয়ে বিএনপি সমর্থিত ২ ইউপি মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন।
সুূুত্রঃ চ্যানেল 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |