প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাসহ আরো ছয় মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাকি পাঁচটি মামলা নাশকতার অভিযোগের। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র রাজধানীর পল্টন ও রমনা থানায় এসব মামলা করেছিল পুলিশ।
আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাঁকে ২৫ মার্চ পর্যন্ত জামিন দেন।
গয়েশ্বর চন্দ্রের পাশাপাশি নাশকতার এক মামলায় তাঁর পুত্রবধূ বিএনপি নেতা নিপুন রায়কেও আগাম জামিন দেওয়া হয়েছে। তাঁকেও ২৫ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।
নিতাই রায় চৌধুরী নিপুন রায়ের বাবা। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বছর ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘর্ষের এক পর্যায়ে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।
আর রাজধানীর দৈনিক বাংলার মোড় এলাকায় সংঘর্ষে আমিনুল পারভেজ নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। সংঘর্ষ, হামলা ও পুলিশ হত্যার দায়ে রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা করেন পুলিশ। এই ৩৬ মামলার মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাসহ গয়েশ্বর চন্দ্র রায়কে ছয় মামলায় আসামি করা হয়ে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |