প্রচ্ছদ হেড লাইন বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি কী সত্যি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন?

বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি কী সত্যি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন?

হেড লাইন: বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক জনসভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়। কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রচার করা হয়, ‌‘মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন মহামান্য রাষ্ট্রপতি। কি বন্ধ করবেন না জয় বাংলা স্লোগান?’

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বা বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনার নয়। বরং, প্রায় ২ বছর পূর্বে, ২০২৩ সালের মে মাসে পাবনায় নাগরিক সমাজের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্যের।

ভাইরাল হওয়া ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে রিউমর স্ক্যানারের অনুসন্ধানী টিম। যেখানে দেশের একটি টেলিভিশন চ্যানেলের ইউটিউবে পুরোনো ওই ভিডিও পাওয়ায়। ভিডিওর ক্যাপশনের শিরোনাম ছিল, “সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান”। ভিডিওটি ২০২৩ সালের ১৬ মে তারিখে প্রচারিত। 

ভাইরাল হওয়া ভিডিওটি দুই বছরের পুরোনো

ভাইরাল হওয়া ভিডিওটি দুই বছরের পুরোনো

উক্ত ভিডিওটির ২ ঘণ্টা ৫৪ মিনিট পরবর্তী সময়ের দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ওই   চ্যানেলের লোগোসহ হুবহু সাদৃশ্য পাওয়া যায়, যা প্রমাণ করে দাবিকৃত ভিডিওটি চ্যানেলটির ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই ভিডিওটি থেকে নেয়া হয়েছে। 

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জানা যায়, ২০২৩ সালের ১৬ মে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুতরাং, প্রায় ২ বছর পুরোনো একটি সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ভিডিও সম্প্রতি বিজয় দিবসের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।