ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস। ডায়েরিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে , তা নিচে হুবহু তুলে দেওয়া হলো-
Subject: General Missing Diary.
Respected Sir,
আমি শ্রী গোপাল বিশ্বাস, পিতা মৃত ষষ্ঠীবাম বিশ্বাস নিবাসী ১৭/৩ মণ্ডল পাড়া লেন, কলি-৯০ ডাত ইং ১২ই মে ২০২৪ আনুমানিক সন্ধ্যে ৭টার সময় আমার বাড়িতে বাংলাদেশের (MP) ANWARUL AZIM ANWAR পিতা EYAKUB ALI BISWAS, গ্রাম, Kaligang Govt Bhushan Schol Road, Post Office- নলডাঙ্গা. জেলা- Jhenaidah 4, P.S- Kaligang, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসেন। (উল্লেখ্য, ওনার সম্পর্কে আমাদের ২০-২৫ বৎসর এর পারিবারিক সম্পর্ক)
পরের দিন দুপুর ১.৪১ মিনিটে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমার বাড়ি থেকে রওনা হয়ে যান। যাবার সময় বলে যান আমি দুপুরে খাব না। সন্ধ্যে বেলায় ফিরে আসবো এবং যাবার সময় নিজে গাড়ি ডেকে বিধানপার্ক Calcatta Public School এর সামনে থেকে গাড়িতে উঠে চলে যান। যাবার সময় গাড়িতে উঠতে শুভজীত মান্না দেখে, তারপর উনি সন্ধ্যে বেলা না ফিরে Whattsapp এর Massage করে জানায় আমি বিশেষ কাজে দিল্লিতে চলে যাচ্ছি এবং পৌঁছে ফোন করব, Phone করার দরকার নেই।
ইং গত ১৫ই মে ২০২৪ সকাল ১১.২১ মিনিটে Whattsapp Massage করে জানায় আমি Dehli পৌঁছোলাম। আমার সাথে VIP রা আছে। ফোন করার দরকার নেই। এই একই Massage নিজের বাড়ীতে এবং PA কে Forward করে।
ইং গত ১৬ই মে ২০২৪ সকালবেলা ওনার PA কে Phone করে কিন্তু PA Phone Rec করতে পারেনি, পরে যখন Ring Back করে তখন আর ওনার Phone এ কোনোরুপ যোগাযোগ করা যায়নি।
ইং গত ১৭ই মে ২০২৪ ওনার মেয়ে আমাকে ফোন করে জানায় আংকেল আমার বাবার সাথে কোনোরুপ যোগাযোগ করতে পারছি না। তারপর থেকে আমি ওনার যাবতীয় পরিচিতদের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং সবাই তারপর থেকে ওনাকে ফোন করে কিন্তু কোনোরুপ যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমি আজ ইং ১৮ই মে ২০২৪ বাদ্ধ হয়ে বরাহনগর থানায় আসিয়া মিসিং ডায়ারি নেওয়ার জন্য অনুরোধ করিতেছি। অত:পর মহাশয় যাহাতে উক্ত ব্যাপারে মিসিং ডায়ারি করা হয় তাহার সুব্যবস্থা করিয়া বাধিত করিবেন।
ইতি,
ধন্যবাদান্তে,
গোপাল বিশ্বাস
9051672688
আনোয়ারুল আজিম আনোয়ার এমপি
7063214569
008801755350350
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |