প্রচ্ছদ দেশজুড়ে মন্ত্রীর ‘অ্যাকশন’ শুরু

মন্ত্রীর ‘অ্যাকশন’ শুরু

দেশজুড়ে: উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সরাসরি হস্তক্ষেপে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অবস্থান করার সময় ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিনে দেখে উন্মুক্ত স্থানে বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরনের অভিযান চালানো হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।