অপরাধ: গত ২০ ডিসেম্বর এক আইটি ব্যবসায়ী কোটি টাকা তার প্রাইভেটকারে রেখে ড্রাইভারকে দেখে রাখার জন্য বলে বাসায় যান। ফিরে এসে দেখেন ড্রাইভারও নেই, টাকাও নেই। ঘটনাটির ১৪ দিন পর সেই টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২ জানুয়ারি) নিজ কার্যালয়ে ব্যবসায়ী অনুপ দত্তের হাতে চুরি যাওয়া কোটি টাকা তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ও গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান উপস্থিত ছিলেন।
মশিউর রহমান জানান, আইটি ব্যবসায়ী অনুপ দত্তের বাসা রামপুরা থানার পশ্চিম চৌধুরীপাড়া আবাসিক এলাকায়। গত ২০ ডিসেম্বর তার ব্যবসায়িক পার্টনার তাকে ব্যবসার নগদ এক কোটি টাকা দেন। তিনি টাকাগুলো বস্তায় করে প্রাইভেটকারে রেখে ড্রাইভার লাবু বয়াতীকে দেখে রাখার জন্য বলে বাসায় যান। তিনি ফিরে দেখেন ড্রাইভার গাড়িতে নেই এবং গাড়িতে রাখা টাকার বস্তাও নেই। ড্রাইভার লাবুকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তিনি পরদিন রামপুরা থানায় একটি মামলা রুজু করেন।
এরপর থানা পুলিশের পাশাপাশি মামলার ছায়াতদন্ত শুরু করে ডিবি-লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করা হয়। পরে রাজধানীর ভাটারা থানার কুড়িল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভার লাবু বয়াতীকে গ্রেফতার ও এক কোটি টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
এ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ী অনুপ দত্ত।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |