সোশ্যাল মিডিয়ার বরাতে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকেই এখন নেটিজেনদের প্রিয় হয়ে উঠেছেন। এর মধ্যে যারা নিয়মিত ভ্লগ করেন, বিশেষ করে তারা। গ্রাম থেকে শহরের বিভিন্ন অজানা বিষয় তুলে ধরেন ভ্লগাররা। সেই সুবাদে বর্তমানে আলোচনায় রয়েছেন ফুড ভ্লগার পপি। শিগগিরই মা হতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
সোশ্যালে ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে নিয়মিত ভিডিও পোস্ট করেন ‘পপি কিচেন’ চ্যানেলের পপি। গ্রাম্য পরিবেশে, কখনো ঘরোয়া আয়োজনে, দেশি-বিদেশি বিভিন্ন পদের খাবার রান্না করে জনপ্রিয়তা পেয়েছেন এই বধূ। পুকুরের পাশে মাটির চুলায় কাঠ দিয়ে রান্না করেন। তাতে সহযোগী হিসেবে কখনো সঙ্গে থাকেন শাশুড়ি, কখনো জা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এই সোশ্যাল তারকা মা হতে যাওয়ার কথার সঙ্গে আরও জানিয়েছেন, এখন নিচে বসে রান্না করতে সমস্যা হচ্ছে তার। এ জন্য পপি কিচেনের রান্নার দায়িত্ব তুলে নিয়েছেন তার শাশুড়ি।
পপি একাধিক ভিডিওতে রান্নার পাশাপাশি দ্বিতীয়বার মা হতে যাওয়ার গল্প শুনিয়েছেন। সবসময় নিজেই সবকাজ করতে পছন্দ করেন। ভোরে উঠে সবজির খেতে যান, পুকুরে নেমে মাছও ধরেন। কিন্তু বর্তমানে সন্তানসম্ভবা হওয়ার জন্য এসব বন্ধ। আর শীতের সময় গ্রামে ঠান্ডা আবহাওয়ায় কিছুটা কষ্টই হচ্ছে তার।
এদিকে একটি ভিডিওতে দেখা গেছে, ছেলেকে প্রস্তুত করে স্কুলে পাঠাচ্ছেন পপি। আরেক ভিডিওতে দেখা গেছে, বেবি বাম্পের জন্য নিচু হতে পারছেন না। জুতা পরতে তাকে সহায়তা করছেন স্বামী। আবার আরেক ভিডিওতে দেখা যাচ্ছে হাতে ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার স্বামী।
ফেসবুকে এই ইউটিউবারের তিনটি পেজ রয়েছে। চ্যানেলগুলো হচ্ছে ‘পপি কিচেন’, ‘পপি কিচেন ফ্যামিলি ভ্লগ’ ও ‘দ্য রিয়েল ভিলেজ কুকিং’। মাঝে তিনটি পেজই চলে গিয়েছিল হ্যাকারদের নিয়ন্ত্রণে। তবে বর্তমানে অনাগত সন্তানের জন্য সাবধানে সময় কাটাচ্ছেন পপি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |