প্রচ্ছদ দেশজুড়ে পাগলীটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

পাগলীটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

বরগুনা পাথরঘাটার নিজঠিমারা গ্রামের রাস্তার পাশে ফুটফুটে সুন্দর এক ছেলে সন্তান প্রসব করে মা হলেন নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারী।

বুধবার (২০ নভেম্বর) সকালে রাস্তা পাশে ভারসাম্যহীন নারী বাচ্চা প্রসব করেন। স্থানীয় বাসিন্দা আমিনা বলেন, বাড়ির সামনে সকালবেলা রাস্তায় এক মহিলার কান্নাকাটির শব্দ শুনতে পাই। গিয়ে দেখতে পাই একটি নবজাতক পাশে নিয়ে সে কান্নাকাটি করছে ব্যথায়। পরবর্তী সময়ে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসি। মা ও নবজাতক শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারা উভয় মোটামুটি সুস্থ রয়েছে।

তিনি আরো বলেন, এই মানসিক ভারসাম্যহীন নারী ও তার ছেলেটার যদি কেউ দায়িত্ব না নেয়। তাহলে আমি দুইজনকে বাসায় নিয়ে যাব। স্থানীয়রা এই শিশুটার নাম রেখেছে রাসেল।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, সকাল আটটার দিকে কিছু লোকজন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বাচ্চা সহ মানসিক ভারসাম্যহীন এই নারীকে। প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। মা ও শিশু এখন সুস্থ আছেন। ফ্যামিলি ট্যুর প্যাকেজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, আমি তথ্যটি শোনার সাথে সাথে হাসপাতালে গিয়েছি । হাসপাতাল কর্তৃপক্ষ সাথে কথা হয়েছে এদের চিকিৎসার সকল খরচ উপজেলা প্রশাসন থেকে বহন করা হবে। ভারসাম্যহীন নারী ও তার সন্তানের সুরক্ষায় যা যা করণীয় সে ব্যবস্থা উপজেলা প্রশাসন থেকে করা হবে ।

সূত্র : সময়ের কণ্ঠস্বর

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।