স্বর্ণের দরে হঠাৎই বড় ধরনের উত্থান দেখা গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স)-এ বেচাকেনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিবর্তন হয়। আগামী মাসে (ডিসেম্বর ২০২৪ ফিউচার কন্ট্রাক্ট) মূল্যবান এই ধাতুটির দর কেমন হবে এই নিয়ে কার্যক্রম শুরুর সময় এর প্রতি ১০ গ্রামের দর ছিল ৭৬ হাজার ৩৩৪ রুপি। তবে মুহূর্তের মধ্যে তা বেড়ে ৭৬ হাজার ৫০৪ রুপি ছুঁয়ে ফেলে। এদিকে, আন্তর্জাতিক বাজার কমেক্সে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ট্রয় আউন্সপ্রতি দুই হাজার ৬৮২ ডলারে পৌঁছেছে, যেখানে স্পট গোল্ডের (স্বর্ণ) দাম দুই হাজার ৬৫৯ ডলারের আশপাশে ঘুরপাক খাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে উত্তেজনা বাড়ার কারণে স্বর্ণের দরে এই উর্ধ্বগতি হয়েছে বলে দাবি করেছেন বাজার বিশ্লেষকরা। খবর লাইভমিন্টের।
দর বাড়ার কারণ: বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন বিধ্বংসী রুশ ক্ষেপণাস্ত্রের হামলা এবং ইসরায়েলের সশস্ত্র বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দেখা গেছে। বিনিয়োগকারীরা স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসাবে বেছে নিচ্ছেন। এলকেপি সিকিউরিটিজ-এর ভিপি রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদি বলেন, ‘শুক্রবার স্বর্ণের দরে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা গেছে। প্রথমে মূল্যবান ধাতুটির দর কম থাকলেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের নতুন উত্তেজনা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইমিডিয়েট সাপোর্ট ২,৬২৫ ডলারে (সাপোর্ট স্তর হলো এমন একটি দাম যেখানে ধাতুটির চাহিদা এতটাই শক্তিশালী যে এটি দরপতনকে প্রতিরোধ করে) এবং রেজিস্ট্যান্স ২,৬৫৫ থেকে ২,৬৬৫ ডলারে। রেজিস্ট্যান্স ভাঙলে স্বর্ণের দাম ২,৬৯০ ডলারে পৌঁছে যেতে পারে। আর ২,৬২০ ডলারের নিচে নেমে গেলে দর ২,৫৮০ ডলারে অবনতি হতে পারে।”
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রসঙ্গে, এইচডিএফসি সিকিউরিটিজ-এর হেড অফ কমোডিটি অ্যান্ড কারেন্সি অনুজ গুপ্ত বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠায় নতুন করে স্বর্ণের চাহিদা বেড়ে গেছে। বিনিয়োগকারীরা বর্তমানে স্বর্ণকেই নিরাপদ বিকল্প হিসেবে দেখছেন। স্বর্ণের ভবিষ্যৎ দর প্রসঙ্গে অনুজ গুপ্ত আরও বলেন, ‘আজ স্বর্ণের বাজার সীমিত পরিসরে ইতিবাচক। এমসিএক্সে স্বর্ণের দাম প্রতি ১০ গ্রাম ৭৫,৫০০ রুপি থেকে ৭৭,০০০ রুপি এবং আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি ২,৬৩০ ডলার থেকে ২,৬৮০ ডলারের মধ্যে ওঠানামা করছে। যদি রেজিস্ট্যান্স ভেঙে যায়, এমসিএক্সে স্বর্ণের দাম ৭৭,৭০০ রুপি এবং স্পট গোল্ড ২,৭০০-এ পৌঁছাতে পারে। স্বর্ণের এই দাম বাড়ার মূল কারণ হচ্ছে বৈশ্বিক অস্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের নিরাপত্তার জন্য স্বর্ণের প্রতি ঝোঁক।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |