প্রচ্ছদ দেশজুড়ে হারবাল কোম্পানির পোস্টার নাই কেন?

হারবাল কোম্পানির পোস্টার নাই কেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোলের অবকাঠামোর একটি ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এই ছবিটি কোথাকার? বাংলাদেশের নাকি ভারতের। কেউ লিখেছেন, কোনো পোস্টার নেই, ফালতু দেখাচ্ছে, কেউ বলেছেন, হারবাল কোম্পানির পোস্টার নাই কেন?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে আলী মোহাম্মদ মাসুদ নামের এক যাত্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটি ঢাকার মেট্রোরেলের অবকাঠামোর ছবি নয়। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর শহরের মেট্রো রেলের কাঠামোর ছবি। আমার ক্যামেরায় ৭ জানুয়ারি, ২০২১ তারিখে ধারণকৃত। আমাদের অবকাঠামোর সাথে কি মিল আছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোলের অবকাঠামোর একটি ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এই ছবিটি কোথাকার? বাংলাদেশের নাকি ভারতের। কেউ লিখেছেন, কোনো পোস্টার নেই, ফালতু দেখাচ্ছে, কেউ বলেছেন, হারবাল কোম্পানির পোস্টার নাই কেন?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে আলী মোহাম্মদ মাসুদ নামের এক যাত্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটি ঢাকার মেট্রোরেলের অবকাঠামোর ছবি নয়। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর শহরের মেট্রো রেলের কাঠামোর ছবি। আমার ক্যামেরায় ৭ জানুয়ারি, ২০২১ তারিখে ধারণকৃত। আমাদের অবকাঠামোর সাথে কি মিল আছে?’

মেট্রোরেলে কাঁধে ব্যাগ নিতে না করায় তোপের মুখে যাত্রীমেট্রোরেলে কাঁধে ব্যাগ নিতে না করায় তোপের মুখে যাত্রী
সেখানে মাহমুদুল হক শিশির লিখেছেন, ‘একদম ফালতু দেখাচ্ছে। কোনো পোস্টার নেই। এইডা কিছু হইলো?’ রেজাউল লিখেছেন, ‘এগুলোকে একটু শক্ত মনে হচ্ছে।’ রনি সরকার লিখেছেন, ‘কোনো হারবাল কোম্পানির পোস্টার নাই কেন?’

তবে সাকিব এহতেশাম মাহবুব লিখেছেন, ‘দুই দেশের মেট্রোরেলের অবকাঠামোগত মিল আছে কি নাই, কারটা ভালো কারটা খারাপ এইসব জেনে ঠিক কি কি উন্নতি সাধন হয় কেউ একটু জানাবেন প্লিজ। আর হ্যা! এই যে সমস্যা এটার একটা নাম আছে- পরশ্রীকাতরতা।’

খান ভাই নামক আরেকজন লিখেছেন, ‘ভাই আমাদের মেট্রোরেল এর অবকাঠামো আরো অনেক ভালো। ছবি দেখে মনে হলো।’ মাসুদ মায়া লিখেছেন, ‘এটাতে রং করেছে। পোস্টার না লাগালে আমাদের মেট্রোর রং ছাড়াই সুন্দর, ফেয়ার ফেস কনক্রিট করা হয়েছে।’

ছবিটি দেখে জটিল ভাই লিখেছেন, ‘ভূমিকম্পে এটার স্পেন পরে যাবার সম্ভাবনা বেশি মনে হচ্ছে!’ মাহমুদুল হাসান শাফিন লিখেছেন, ‘একি পুরাই কপি মাইরা দিলো।’ আর মৃদুল শুভ্র লিখেছেন, ‘দাঁতাল পোস্টার মিলন ভাইরে দেখিনা কেন?’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।