প্রচ্ছদ খেলাধুলা ম্যাচ ফি নয়, বোনাস বাড়ছে টাইগারদের

ম্যাচ ফি নয়, বোনাস বাড়ছে টাইগারদের

খেলাধুলা: ২০২৪ সালে তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ার কথা ছিল। তবে আপাতত এবার আর তা বাড়নো হচ্ছে না। ম্যাচ ফির পরিবর্তে ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে ম্যান ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অপারেশন্স কমিটি।

৬ লাখ থেকে টেস্টের ম্যাচে ফি বাড়িয়ে প্রস্তাব করা হয় ৮ লাখ। একই ভাবে ওয়ানডের ম্যাচ ফি ৩ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টির ম্যাচ ফি ২ থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছিল আড়াই লাখ টাকা।

তবে সভায় এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি করেন বিসিবির দুই পরিচালক। সে সময় তারা ম্যাচ ফির পরিবর্তে ক্রিকেটারদের অনুপ্রেরণা বৃদ্ধি করতে পারফরম্যান্স বোনাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। জালাল ইউনুস বলেন, সেই প্রস্তাব মেনেই আপাতত পারফরম্যান্স বোনাস দেওয়া হবে। তবে ম্যাচ ফি বাড়ানো নিয়ে আলোচনা চলছে। সর্বশেষ প্রায় ৪ বছর আগে বাড়ানো হয়েছিল ক্রিকেটারদের ম্যাচ ফি। ২০২০ সালে ম্যাচ ফি বাড়ানোর আগে টেস্টে ৩ লাখ ৫০ হাজার, ওয়ানডের ২ লাখ ও টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার টাকা করে পেতেন ক্রিকেটাররা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।