সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে নিখোঁজ নারী পর্যটক মাহমুদ আক্তার হ্যাপীকে (৩১) চার দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের একটি কটেজ থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
মাহমুদা আক্তার ৪১তম বিসিএস ক্যাডার হিসেবে বন বিভাগে সুপারিশপ্রাপ্ত। তার বাড়ি টাঙ্গাইলে। গত রোববার সেন্টমার্টিন দ্বীপ থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। এরপর থেকে তাকে খুঁজছিল পুলিশ। ওই তরুণীর বরাত দিয়ে ওসি ওসমান গণি জানিয়েছেন, মূলত বিসিএস ক্যাডারে পদায়ন নিয়ে মনঃক্ষুণ্ন ছিলেন তিনি। আশানুরূপ পদায়ন না হওয়ায় ভেঙে পড়েছিলেন। এজন্য কাউকে কিছু না জানিয়ে কক্সবাজার শহরের একটি কটেজে অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি দল প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যায়। তারা দ্বীপের হোটেল সি ভিউসহ বেশ কয়েকটি রিসোর্টে উঠেন। এরপর রোববার সকালে মাহমুদ আক্তার হ্যাপী বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হয়ে যান। বিকেল পর্যন্ত তিনি হোটেলে ফিরে না আসায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা
হয়। তিনি ফোনে জানান, বন্ধুর সঙ্গে আছেন। কিন্তু এক ঘণ্টা পর ফোনটি বন্ধ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি সাংবাদিকদের জানান, সেন্টমার্টিন ভ্রমণ করতে গিয়ে গত রোববার থেকে মাহমুদা আক্তার হ্যাপীর সন্ধান মিলছে না মর্মে তার সঙ্গে বেড়াতে আসা অন্যরা পুলিশকে অবহিত করেন। পরে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাকে উদ্ধারে অভিযানে নামে। সেই সূত্র ধরে গত সোমবার নিখোঁজ তরুণীর মোবাইল ট্র্যাকিং করে অবস্থান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় পাওয়া যায়। গতকাল ভোর রাত ৩টার দিকে কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্ট সংলগ্ন একটি কটেজ থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, সুলতানা আক্তার হ্যাপীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি তার ব্যক্তিগত সমস্যা এবং বিসিএসের ফল মনের মতো না হওয়ায় হতাশ হয়ে নিজের জীবনকে আড়ালে রাখার জন্য এই পথ বেছে নিয়েছেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |