২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান উপকরণ রডের দাম নিয়ে সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে দেশীয় শিল্পকে সহায়তায় ফেরো অ্যালয় জাতীয় পণ্য উৎপাদনে অপরিহার্য উপাদান ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেন তিনি। এর ফলে চূড়ান্ত বাজেটে এ প্রস্তাব অনুমোদন পেলে কমবে রডের দাম।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশেই ফেরো অ্যালয় জাতীয় পণ্য উৎপাদিত হচ্ছে। এটি রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি উৎপাদনকালে তা পরিশোধনে ব্যবহৃত হয়। আর ফেরো অ্যালয় জাতীয় পণ্য উৎপাদনে একটি অপরিহার্য কাঁচামাল হলো ম্যাঙ্গানিজ। বর্তমানে এ পণ্য আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০ শতাংশ। তবে দেশীয় শিল্পকে সহায়তায় অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে প্রযোজ্য শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।’ এবারের বাজেট স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এতে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। পাশাপাশি বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এছাড়া বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।
অন্যদিকে, বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। পাশাপাশি ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা এবং ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে নিম্নআয়ের মানুষের জন্য সরকারের সহায়তার কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। এছাড়াও তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং আরও অধিক রাজস্ব আদায়ের লক্ষ্যে বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এই হিসাবে গতবারের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা বা ৪ দশমিক ৬২ শতাংশ।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |