রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে।
খবব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৪২ মিনিটের দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমাদের কাছে দুপুর ১টা ৪২ মিনিটের দিকে খবর আসে যে, গুলশান-১ নম্বর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশনকে বিষয়টি জানানো হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ করছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |