জাতীয়: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের প্রধান আসামি শিমুল ভুইয়ার কল লিস্টে আওয়ামী লীগ নেতা বাবুর নাম পাওয়া গেছে। আর এ কারণেই তাকে আটক করেছে ডিবি পুলিশ।
কাজী কামাল আহম্মেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার টিটিডিসি সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।
প্রধান আসামির কল লিস্টে নাম থাকায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বাবুর আটকের খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন।
আটক বাবুর বড় ভাই কাজী গিয়াস আহম্মেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডিএমপির একটি দল তাকে বাসা থেকে নিয়ে যায়। আনার হত্যার প্রধান আসামি শিমুল ভুইয়ার কল লিস্টে নাম থাকায় বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডা. মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই ছিল। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডাক্তার টুটুল। সেই সূত্র ধরে আমানউল্লাহ ওরফে শিমুল ভুইয়া এবং শাহীন উভয় আমাদের আত্মীয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের শুধু আত্মীয়তার সম্পর্ক, এই বাইরে কিছু নেই।
গিয়াস আহম্মেদ জানান, তার ভাই বাবুকে আজই হয়তো ছেড়ে দেওয়া হবে। বাবুকে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত কাপড় নিতে চেয়েছিল, কিন্তু ডিএমপির সদস্যরা নিতে দেয়নি। শুধু প্রয়োজনীয় ওষুধ নিয়ে গেছে। এতে মনে হয় জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।
আওয়ামী লীগ নেতা বাবু আটক হওয়ার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কী মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |