জাতীয়: চৌদ্দ দিন পর সন্ধান পাওয়া গেছে বগুড়ার কাহালু উপজেলা থেকে নিখোঁজ হওয়া দুই বিএনপি নেতার। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে। তারা হলেন, উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০) ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৫০)।।
তাদের মধ্যে আনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে তার নিজ বাড়িতে ফিরেছেন। এছাড়া গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাতে দেলোয়ার হোসেন তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন।
তবে নিখোঁজ দুই নেতা কোথায় কীভাবে ছিলেন সে বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়া আনোয়ারের বাড়ি ফেরার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও দেলোয়ারের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি তারা।
বিএনপি নেতাদের পরিবারের দাবি, গত ১৪ ডিসেম্বর ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাদের। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।
আনোয়ার হোসেনের বাড়ি ফেরার বিষয়ে তার মামাতো ভাই নাহিদ পারভেজ বলেন, ‘আমার ভাই ভোরে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি সুস্থ আছেন। তবে তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে কাউকে কিছু বলছেন না।’
আনোয়ারের মা রমেনা বেগম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার ছেলে ফিরে এসেছে। সে সুস্থ ও ভালো আছে।’ এছাড়া দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী আমাকে মোবাইলে কল দিয়েছিল। তিনি জানিয়েছেন, চিন্তার কিছু নেই। তিনি ভালো আছেন। কিন্তু তিনি কোথায় আছেন, সে ব্যাপারে কিছু বলেননি। শুধু বলেছে, খুব শিগগিরই দেখা হবে।’
এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দুই নেতার সন্ধান চেয়ে রিট আবেদন দাখিল করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ।
বুধবার (২৭ ডিসেম্বর) নিখোঁজ ওই দুই নেতা কোথায় কী অবস্থায় আছে, তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের কেন হাইকোর্টে সশরীরে হাজির করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন আদালত। এছাড়া পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) আগামী ৪ জানুয়ারির মধ্যে বা তার পূর্বে দুজনের অবস্থান জানিয়ে হাইকোর্টে রিপোর্ট দিতে বলা হয়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |