সারাদেশ: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই যুবকের নাম মিজানুর রহমান (২৬)। তিনি সদর উপজেলার মিলনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। মিজানুর পেশায় ছিলেন অটোরিকশাচালক।
জানা গেছে, মিজানুর ঠাকুরগাঁও শহরের একটি বাড়িতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত রোববার একাই গ্রামের বাড়ি আসেন তিনি। সোমবার ভোরে বাড়ির অদূরে রাস্তার পাশে কীটনাশক পান করেন। বিষক্রিয়া শুরু হলে তিনি স্ত্রী স্মৃতি আক্তারকে ফোন করে বাঁচানোর আকুতি জানান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়।
মিজানুরের বড় ভাই রহমান মিয়া বলেন, ‘মিজান পরিবার নিয়ে শহরে বসবাস করতেন। কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা আমরা জানি না।’ ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মিজানুর রহমান নামে যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |