চলতি বছর হজযাত্রীদের জন্য একটি নতুন ব্যবস্থা সংযোজন করেছে সৌদি আরব। এ ব্যবস্থায় মদিনার প্রিন্স মোহম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হজযাত্রীদের স্বাগত জানাচ্ছেন বহুভাষী সৌদি নারীরা।
বিভিন্ন দেশ ও ভাষার তীর্থযাত্রীদের স্বাগত জানাতে দক্ষ করে তোলা হয়েছে এসব নারীকে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, তীর্থযাত্রীদের স্বাগত জানাতে এয়ারপোর্টে সৌদি নারীদের প্রশিক্ষণ নেয়ার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, এয়ারপোর্টের ভেতর কয়েকজন সৌদি নারী ইংরেজি, ফরাসি, তুর্কি এবং ইন্দোনেশীয়সহ বিভিন্ন ভাষায় স্বাগত জানাবার উক্তিগুলো অনুশীলন করছেন।
মদিনার আমির সালমান বিন সুলতান এয়ারপোর্টে প্রশিক্ষিত নারীদের উপস্থিতির প্রশংসা করেছেন। সম্প্রতি তিনি হজযাত্রীদের অভ্যর্থনা বিষয়ক প্রস্তুতি দেখতে এয়ারপোর্ট পরিদর্শনে গিয়েছিলেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |