২০ বছর বয়সে মৃত্যু হলো জশ বেকার নামের এক ইংলিশ ক্রিকেটারের। অথচ আগের দিন মাঠে বল হাতে আলো ছড়িয়েছিলেন। আর পরদিনই এলো তার মৃত্যুর খবর। তার মৃত্যুর খবর ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে। এই উস্টারশায়ারেই তার জন্ম এবং খেলতেন এই ক্লাবের হয়েই।
উস্টারশায়ার দ্বিতীয় একাদশের হয়ে বুধবারও মাঠে ছিলেন তিনি, সমারসেট দ্বিতীয় একাদশের বিপক্ষে তার ৩ উইকেট নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে এক্স-এ পোস্ট করে উস্টারশায়ার।
অবশ্য বেকারের মৃত্যুর কারণ জানায়নি ক্লাব। তার পরিবারের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করা হয়েছে উস্টারশায়ারের বিবৃতিতে, ‘জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। জশ ছিলেন একজন সতীর্থের চেয়েও বেশি কিছু, তিনি আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। আমরা সবাই ভীষণভাবে তার অভাব বোধ করব। জশের পরিবার এবং বন্ধুদের জন্য আমাদের ভালোবাসা ও প্রার্থনা।’
এর আগে ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বেকারের। বাঁহাতি স্পিনে সব সংস্করণ মিলিয়ে ৪৭ ম্যাচে তার প্রাপ্তি ৭০ উইকেট। ব্যাটিংয়ের হাতও খারাপ নয় তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ফিফটি আছে দুটি। গত বছর গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলেন ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন বেকার।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |