প্রচ্ছদ আর্ন্তজাতিক ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক: পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে দেশটির রাজধানী ইসলামাবাদ, লাহোর ও তার আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল।

উল্লেখ্য, চলতি ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে মোট চারটি ভূমিকম্প হলো পাকিস্তানে। ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার আগের মাস জানুয়ারিতে ৪ দশমিক ৩ এবং ৬ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল দেশটিতে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।