ওকলাহোমা শহরের কাছেই ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। খবর আল আরাবিয়া
শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ২৪ মিনিটের দিকে ওকলাহোমা থেকে ৮ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলীয় এলাকা প্রাগে এ ভূমিকম্প আঘাত হানে।
ওকলাহোমা শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত প্রাগ অঞ্চল। এখানের স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমি থেকে ৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তি স্থল ছিল।
জানুয়ারিতে এ অঞ্চলে ছয়টি ভূমিকম্প আঘাত হানে। যার মধ্যে দুটির মাত্রা ছিল ৪।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |