প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ৮০ বছর আগে পাঠানো চিঠি অবশেষে পেল পরিবার

৮০ বছর আগে পাঠানো চিঠি অবশেষে পেল পরিবার

আলোচিত : চিঠির মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ রাখার দিন বলতে গেলে প্রায় শেষ। মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ার এই সময়ে যোগাযোগ এমন উচ্চতায় পৌঁছেছে যে, গোটা পৃথিবী এখন যেন হাতের মুঠোয়। একটা সময় পর্যন্ত মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল হাতেলেখা চিঠি।

ডাকযোগে চিঠি পৌঁছতে একটু সময় লাগত ঠিকই। তবে নিয়োজিত ডাকপিওন চিঠি পৌঁছে দিতেন বাড়ি বাড়ি। আজও ডাকপিওন আছেন, তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানের চিঠি বা দাপ্তরিক চিঠি পৌঁছে দেন। তবে মাঝেমধ্যে ব্যক্তিগত চিঠিও পাঠানো হয় ডাকযোগে।

সম্প্রতি এমন একটি চিঠি খবরের শিরোনাম হয়েছে। কারণ চিঠিটি কয়েক দিন কিংবা কয়েক মাস আগের না। রীতিমতো ৮০ বছর আগের! ১৯৪৩ সালে পোস্ট করা চিঠিটি প্রাপকের ঠিকানায় পৌঁছতে ৮০ বছর সময় লাগল। আমেরিকার ইলিনয়ের ডিকালব এলাকার এক দম্পতির ঠিকানায় পাঠানো হয়েছিল ওই চিঠি।

সম্প্রতি চিঠিটি খুঁজে পান এক পোস্ট অফিস কর্মী। এরপর চিঠি নিয়ে সঠিক গন্তব্যে হাজির হন। প্রাপকেরা জীবিত না থাকায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় চিঠি। পরিবারের লোকজন ৮০ বছর আগে লেখা চিঠি হাতে পেয়ে আপ্লুত ও অবাক হন।

চিঠি খুলে তাঁরা দেখেন যাদের কাছে চিঠিটি লেখা হয়েছিল তাঁরা বেঁচে নেই। তবে তাঁদের সন্তানেরা আছেন। পরে তাঁদের হাতে তুলে দেওয়া হয় চিঠিটি। ৮০ বছর আগে ওই দম্পতির এক সন্তানের মৃত্যুর খবর পেয়ে চিঠিটি লিখেছিলেন তাঁদের এক আত্মীয়। যিনি চিঠিতে শোক ও সমবেদনা জানিয়েছিলেন। চিঠিটি পড়ে ওই পরিবারে সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।