প্রচ্ছদ অর্থনীতি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দাম, নেপথ্যে যে কারণ

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দাম, নেপথ্যে যে কারণ

ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দাম আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে ৮৬.২০ রুপি। অর্থাৎ ভারতীয় রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়, রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে ৮৬-তে নেমে যেতে পারে। মাত্র ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। শুক্রবার ১৪ পয়সা পতন হয় রুপির। খবর ইকোনমিক টাইমসের। ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের পর, রুপি এবার প্রথমবারের মতো এক প্রান্তিকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে ভারতের পুঁজিবাজার মহাসংকটে পড়েছে। রুপির এই দরপতনের পাশাপাশি শেয়ারবাজারেরও লাগাতার পতন হচ্ছে। শুক্রবার সেনসেক্স ২৪১.২ পয়েন্ট পড়ে ৭৬ হাজারের দোরগোড়ায় চলে এসেছে; ৭৭ হাজার ৩৭৮.৯১ অঙ্কে গিয়ে নেমেছে। গত ৩ দিনে সূচকটি পড়েছে মোট ৮২০ পয়েন্ট। বাজারের মূলধন কমেছে ১২ লাখ কোটি রুপি। বিদেশি বিনিয়োগকারীরা মোট ১২ হাজার ৭৮৭.৭৩ কোটি রুপি পুঁজি তুলে নিয়েছে। আর এটিই রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।

বিদেশি বিনিয়োগকারীদের এভাবে শেয়ার বিক্রি নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। এ বিষয়ে দলের নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, হিসাব অনুযায়ী নতুন বছরের প্রথম কয়েক দিনেই শেয়ারবাজার থেকে ২০০ কোটি ডলারের পুঁজি তুলে নিয়েছে বিদেশি ঋণদানকারী সংস্থাগুলো। ফলে সূচকের আরও পতন হয়েছে।

দরপতনের নেপথ্যে যে কারণ
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে এবং বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর কমছে বলে দাবি করছেন বিশ্লেষকেরা।

বাণিজ্যে লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে বলে আইডিএফসি ফার্স্ট ব্যাংক জানিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ৮৬ রুপিতে দাঁড়াবে বলে ব্যাংকটি মনে করছে। অর্থাৎ ভারতীয় রুপি এ সময়ে আরও দুর্বল হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।