
সারাদেশ: রাজধানীর একটি হসপাতালে বাম চোখে সমস্যা নিয়ে ভর্তি হয় দেড় বছরের শিশু ইরতিজা। অভিযোগ আনা হয়, ডাক্তার বাম চোখের পরিবর্তে ওই শিশুর ডান চোখে অপারেশন করেছেন চিকিৎসক। ডাক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেছেন। নিচে দেওয়া হল-
“বাচ্চা টা চেম্বার এ আসে একদম শেষ টাইম এ। বাচ্চা টা চোখ ঠিক মতো দেখতেই দিচ্ছিল না। অনেক কষ্টে ওর বাম চোখ দেখে সেখানে Foreign body আর abrasion পাওয়া যায়। Foreign body & Corneal Abrasion এর জন্য বাচ্চা টা কষ্ট পাচ্ছিল দেখে ডাক্তার পরের দিন এর পরিবর্তে তখন ই ওটি তে নেন। ওটি তে ওর ডান চোখেও Foreign body পাওয়া যায়। ডাক্তার সেইটা রিমুভ করেন তখন। পরে বাচ্চার বাবা মা জানান যে সমস্যা বাম চোখে ছিল।তখন বাম চোখ এর Foreign body রিমুভ করে Abrasion এর জন্য Bandage দেন। ওর ২ চোখেই সমস্যা ছিলো আর কোনো অপারেশন করা হয় নাই ওর , শুধু মাত্র Foreign body রিমুভ করা হয়েছিলো। রোগীর লোক এটাকেই অনেক বড় ইস্যু বানিয়েছেন। সাথে সাথে তারা তাদের সাংবাদিক আর ডাক্তার আত্মীয় দের কে আনেন। ওই ডাক্তার সব শুনে বলেছেন লিখিত দিতে। উনি লিখিত দিয়ে সব বুঝিয়ে গিয়েছেন। কিন্তু এখন মিথ্যা বললেন যে ডাক্তার পালিয়ে যায়। এরকম কিছুই হয় নি। ডাক্তার শেষ সময় পর্যন্ত সব বুঝিয়ে গিয়েছেন। সাংবাদিকদের কাজ ই ডাক্তার দের যে কোনো কিছু না জেনে বড় ইস্যু বানানো। ওর জীবন নষ্ট হওয়ার মতো কিছু তো হয় ই নাই।”
দুইটা ভিউ বাড়ানোর জন্য এথিক্স বেইচা দেয়া বেহায়া অশিক্ষিত সাংবাদিক।
-from Dr. Iyasna Ishak
সূত্র: জনকণ্ঠ । Janakantha
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |