প্রচ্ছদ হেড লাইন জুলাই আন্দোলনে রাজপথে শহীদ হন অকুতোভয় দুঃসাহসী নাফিসা

জুলাই আন্দোলনে রাজপথে শহীদ হন অকুতোভয় দুঃসাহসী নাফিসা

হেড লাইন: জুলাই আন্দোলনে সাভারের রাজপথে শহীদ হন অকুতোভয় দুঃসাহসী মেয়ে নাফিসা। ৫ আগস্ট সাভার মডেল মসজিদের সামনে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের সম্মিলিত হামলায় শাহাদত বরন করতে হয় তাঁকে। পরিবারের কথা অমান্য করে আন্দোলনে আসা নাফিসার নামে হল চান জাবি শিক্ষার্থীরা।

৫ আগস্টের পর দাবী ওঠে শেখ হাসিনা হলের নাম পরিবর্তনের। সেই দাবীর পাশাপাশি শিক্ষার্থীরা জুলাই শহিদের নামেও হল প্রত্যাশা করেন। তাদের প্রস্তাবিত নাম শহিদ নাফিসা। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিন বলেন, জুলাই কে অমর করার জন্য আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া উচিত। তবে প্রাথমিকভাবে আমরা শহিদদের নামে বিভিন্ন স্থাপনা করতে পারি। যেহেতু জুলাইকে কেন্দ্র করে শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করা হবে সেহেতু জুলাই শহিদের নামে কেন নয়?

মাহবুব ফয়েজ বলেন, আমরা জুলাইয়ের শহিদদের ভুলতে বসেছি। তাদের স্মৃতি অমর রাখতে হবে। সেজন্য তাদের নামে নামকরণ হউক। জাবি শিক্ষার্থী জাকিয়া সুলতানা শ্রাবণী বলেন, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে এই শহীদের নামে হোক। স্মৃতি থাকুক একজন বীরাঙ্গনার।

সূত্র: বার্তাবাজার

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।