হেড লাইন: ছাগলকাণ্ড আমার জীবনের জন্য অভিশাপ বলে আদালতে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে মতিউর দাবি করেন, তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার। এর আগে গতকাল বুধবার সকালে গ্রেপ্তারের পর বিকেল ৫টার দিকে মাইক্রোবাসে করে আদালতে এজলাসে এনে রাখা হয় মতিউরকে। এদিন সকালে পুলিশ মতিউর ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করে।
মতিউর রহমান নিজের পরিবারের কেউ দুর্নীতিবাজ নয় বলে আদালতে দাবি করেন। আদালতে এ সংক্রান্ত বিষয়ে কথোপকথন চলার সময় মতিউর রহমান বলেন, ‘ছাগলকাণ্ড আমার জীবনের জন্য অভিশাপ। গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। এরপর আলোচনায় আসেন মতিউর। তখন তার ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য জানা যায়। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে মামলাও করে।
মতিউর রহমানকে গতকাল বুধবার বিকেলে জজকোর্টে আনার পর রাখা হয় হাজতখানায়। এর কিছুক্ষণ পরে তাকে এজলাসে তোলা হয়। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জিজ্ঞাসা করেন, ‘মতিউর সাহেব, সেই ছাগলটি কোথায়?’ এজলাসে বিচারক উপস্থিত হওয়ার পর একপর্যায়ে ওমর ফারুক ফারুকী বলেন, মাননীয় আদালত, এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী। এজন্য তাকে এনবিআরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়েছিল।
তিনি এনবিআরের সদস্যও ছিলেন। গত কোরবানির ঈদে তার ছেলে ১৫ লাখ টাকার ছাগল কিনেছিলেন। কিন্তু এনবিআরের একজন সদস্যের কত টাকা বেতন? তিনি আরো বলেন, ‘মতিউরের ছেলের ছাগল-কাণ্ড আলোচিত হওয়ার পর দুদক তাদের সম্পদ অনুসন্ধান শুরু করে। মতিউর, তার স্ত্রী এবং ছেলে-মেয়ের বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।’
সূত্র: কালের কন্ঠ
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |