বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে পদত্যাগ করেছেন। তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর, তবে নতুন করে চুক্তি নবায়ন করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যে তিলকারত্নে নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর নারী দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিলকারত্নে। তার কোচিংয়ে উল্লেখযোগ্য কিছু সাফল্য পেলেও, বৈশ্বিক ইভেন্টগুলোতে প্রত্যাশিত ফল অর্জন করতে না পারায় বিসিবি পুরোপুরি সন্তুষ্ট ছিল না।
বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার ক্রিকবাজকে জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিনি আমাদের জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।’
ক্যারিবিয়ান সফর শেষ হলেও হাসান তিলকারত্নে পুরো দলের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন। তবে বিসিবির অনাগ্রহ বুঝতে পেরে নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন বলে গুঞ্জন রয়েছে।
এদিকে, তিলকারত্নের উত্তরসূরি হিসেবে বিসিবি দেশীয় কোচ নিয়োগের পরিকল্পনা করছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন মেয়েদের বয়সভিত্তিক দলের কোচ সারোয়ার ইমরান।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |