
রাজনৈতিক : গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমানে দুইটা সংসদ চলছে। আন্দোলন আমরা বন্ধ করিনি। গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
যেদিন প্রথম ভুয়া, ডামি পার্লামেন্ট বসবে, সেদিন গণঅধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব। তাই আমরা এখন সবাইকে সারা দেশ থেকে ঢাকায় এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদ ডাকার সঙ্গে সঙ্গে সংসদ ঘেরাও যেন আমরা করতে পারি।’
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ২৮ জুলাই, ২৮ অক্টোবর এবং ১০ ডিসেম্বরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই। ব্যর্থতাই সফলতার সোপান। সুতরাং ওই ব্যর্থতার অভিজ্ঞতা নিয়েই বিএনপি-জামায়াত, বামপন্থি-ডানপন্থিসহ সকল বাংলাদেশপন্থিকে উক্ত কর্মসূচিতে এখন থেকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
নুরুল হক নুর বলেন, ‘শুধু দ্রব্যমূল্য নয়, সব জায়গায় মানুষ একটা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে এই সরকার। কাজেই এই সরকারকে হটাতে না পারলে সিন্ডিকেট ভাঙা যাবে না।’
নির্বাচনের পর এবার ঢাকার রাজপথে নামছে বিএনপি
যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের অন্যান্য নেতারা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |