
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখা যায়নি। ফলে, ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। একইভাবে, মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম গালফ নিউজও জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে।
কোনো সংবাদেই শুরুতে কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি, এবং কীভাবে তারা এই তথ্য পেয়েছে, তা নিশ্চিত করা হয়নি। তবে পরবর্তী সময়ে গালফ নিউজ তাদের প্রতিবেদনে এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টারের পোস্টটি এমবেড করে।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে। তারা এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টারের পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করেছে।
এ বিষয়ে অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “এখানে মন্তব্য করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, তাই এবার আমরা কোনো মন্তব্য করতে পারছি না। চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত জানাবে।”
এর আগে, ১৩ মার্চ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ৩০ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা যাবে।
আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণী অনুযায়ী, ৩০ মার্চ সূর্যাস্তের সময় ৬টা ১৩.৫ মিনিটে চাঁদের বয়স হবে দেড় দিন (১.০৫২৪ দিন)। সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ৬টা ১৪ মিনিটে চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন, এবং এক ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে।
আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ নাম প্রকাশ না করে বলেছেন, “৩০ মার্চ চাঁদের বয়স দেড় দিনের বেশি থাকবে, এবং আকাশে তা দীর্ঘ সময় অবস্থান করবে, ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি।”
এদিকে, পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল, ৩০ মার্চ, রোববার সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। এক মাসের রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
আগামীকাল, রোববার, দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে, পরদিন, সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে যদি কোথাও চাঁদ না দেখা যায়, তাহলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে, এবং ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (১ এপ্রিল)।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে বলা হয়েছে। এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |