প্রচ্ছদ সারাদেশ কারাবন্দিকে গাঁজা দিতে গিয়ে আটক

কারাবন্দিকে গাঁজা দিতে গিয়ে আটক

সারাদেশ: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দিকে গাঁজা দিতে গিয়ে আটক হয়েছেন তাসলিমা বেগম নামে এক নারী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য সাংবাদিকদের জানান। জানা গেছে, তাসলিমা নিজেকে মো. আল আমিন লিটন নামের এক বন্দির খালা পরিচয় দিয়েছিলেন। লিটনের সঙ্গে দেখা করার অজুহাতে তাকে গাঁজা সরবরাহ করার উদ্দেশ্য ছিল।

এ বিষয়ে সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, সাক্ষাৎকক্ষে প্রবেশের সময় গেটে তল্লাশি কাজে নিয়োজিত নারী কারারক্ষীরা তাসলিমার দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছে ১১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে কারাগারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উদ্ধার করা গাঁজা নিয়ম অনুযায়ী উপস্থিত সবার সামনে পুড়িয়ে ফেলা হয়।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।