Home দেশজুড়ে ঈদ আনন্দ মাটি হতে পারে বৃষ্টি-বাগড়ায়

ঈদ আনন্দ মাটি হতে পারে বৃষ্টি-বাগড়ায়

0
ঈদ আনন্দ মাটি হতে পারে বৃষ্টি-বাগড়ায়

কোরবানির ঈদের প্রস্তুতি চলছে দেশজুড়ে। পশু কেনা, বাড়ি ফেরা আর কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দেশবাসী। এর মধ্যেই কয়েক দিনের বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হয়। ফলে ঈদযাত্রা, জামাত ও কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে, এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে ঈদের দিন দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

ঈদের পরের দুই দিন রবি ও সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরের পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। ঈদের জামাত, কোরবানির সময় এবং যাত্রাপথে বৃষ্টিপাত ও তাপপ্রবাহের পূর্বাভাস মাথায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সারা দেশে কমবেশি বৃষ্টি হয়েছে।