প্রচ্ছদ আর্ন্তজাতিক প্রাক্তনের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর তরুণীর

প্রাক্তনের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর তরুণীর

কোনো সম্পর্ক ভাঙার জের দীর্ঘদিন বয়ে বেড়ান অনেকে। সুযোগ খোঁজেন প্রতিশোধেরও। এ জন্য নানা কৌশলের আশ্রয় নেন কেউ কেউ। সম্প্রতি ভারতের তেলঙ্গানার হায়দরাবাদে প্রতিশোধের অদ্ভুত এক ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমান প্রেমিককে সঙ্গে নিয়ে প্রাক্তনকে ফাঁসাতে ভিন্ন এক কৌশল নেন এক তরুণী। প্রাক্তন প্রেমিকের গাড়িতে গাঁজার প্যাকেট লুকিয়ে পুলিশে খবর দেন। পুলিশ প্রথমে বিশ্বাস করে তরুণীর কথা। এরপর বের হয় আসল ঘটনা। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গতকাল মঙ্গলবার ওই তরুণী এবং তাঁর বর্তমান প্রেমিকসহ ৬ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করে পুলিশ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, অধোক্ষজা নামের ওই তরুণীর সঙ্গে শ্রাবণ নামের এক যুবকের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর দীপক নামে আরেক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অধোক্ষজা। তবে আগের সম্পর্ক ভেঙে দেওয়ার অপমান মেনে নিতে পারেননি তিনি। প্রতিশোধ নিতে শ্রাবণকে মিথ্যা মামলায় ফাঁসানোর ছক কষেন। এই পরিকল্পনায় তাঁকে মদত দেয় বর্তমান প্রেমিক ও চার বন্ধু।

পরিকল্পনা অনুযায়ী, সোমবার অধোক্ষজা শ্রাবণের সঙ্গে যোগাযোগ করে এবং পুরনো ক্ষোভ-দুঃখ ভুলে নতুন করে বন্ধুত্বের প্রস্তাব দেয়। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে একটি পার্কে দেখা করতে ডাকে। পার্কের সামনে পৌঁছতেই শ্রাবণের গাড়িতে উঠে বসে অধোক্ষজা, তাঁর প্রেমিক দীপক ও চার বন্ধু। অধোক্ষজা কথায় ব্যস্ত রাখে শ্রাবণকে। এই ফাঁকে গাড়ির সিটের নীচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখে বন্ধুরা। শ্রাবণের সঙ্গে কথা শেষ করে অধোক্ষজা স্থানীয় জুবিলি হিলস পুলিশ স্টেশনে যান। সেখানে গিয়ে অভিযোগ করেন, পার্কের সামনে একটি গাড়িতে গাঁজা বিক্রি করা হচ্ছিল।

অনুষ্ঠানে ‘খাসির পায়া’ নেই, তাই ভাঙল বিয়েঅনুষ্ঠানে ‘খাসির পায়া’ নেই, তাই ভাঙল বিয়ে
এদিকে সবার একসঙ্গে আসা এবং অধোক্ষজার এলোমেলো কথাতে সন্দেহ হয় শ্রাবনের। গাড়িতে ভালেভাবে খোঁজাখুঁজি করতেই গাঁজার প্যাকেট পান। এর সঙ্গে সঙ্গে শ্রাবণও জুবিলি হিলস থানায় যান এবং সমস্ত ঘটনা পুলিশকে জানান। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার ওই অধোক্ষজা, তাঁর প্রেমিক ও বন্ধুদের জেরা করে। জেরায় ওই তরুণী জানান, সম্পর্কে থাকাকালীন শ্রাবণ তাঁর ‘চরিত্র’ নিয়ে কথা বলত। সেই প্রতিশোধ নিতে মামলায় ফাঁসানোর এই পরিকল্পনা।

এ ঘটনায় অধোক্ষজা ও তাঁর বর্তমান প্রেমিক দীপকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।